ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি : সাধারণ জ্ঞান
- শেখ শামীম আহমেদ, পরিচালক, শহীদ ক্যাডেট একাডেমি (উত্তরা), ঢাকা। ফোন : ০১৯১৩৩৬৬৭৫৫, ০১৭১৪-৩৫৯৬৯২
- ২৫ ডিসেম্বর ২০২২, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের ক্যাডেট কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান’ বিষয় থেকে ১৬টি প্রশ্নের উত্তর দাও নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন : সঠিক উত্তরটি লিখ।
১। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল-
ক। যুক্তরাজ্য ও চীন
খ। যুক্তরাষ্ট্র ও ফ্রান্স
গ। চীন ও যুক্তরাষ্ট্র
ঘ। রাশিয়া ও যুক্তরাষ্ট্র
উত্তর : গ। চীন ও যুক্তরাষ্ট্র।
২। ১৯৭১ সালের ২৫ মার্চ কী বার ছিল?
ক। বৃহস্পতিবার খ। শুক্রবার
গ। শনিবার ঘ। রবিবার
উত্তর : ক। বৃহস্পতিবার।
৩। নিচের কোনটি রাষ্ট্রীয় পুরস্কার?
ক। বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার
খ। স্বাধীনতা পুরস্কার
গ। একুশে পদক
ঘ। খ ও গ উভয়ই
উত্তর : ঘ। খ ও গ উভয়ই।
৪। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন?
ক। সি খ। বই গ। ডি ঘ। কে
উত্তর : ঘ। কে।
৫। কোন ধরনের কার্যক্রম টেকসই উন্নয়নকে ব্যাহত করে?
ক। পরিবেশ দূষণ
খ। জমিতে পানি সেচ
গ। টেকসই কৃষির প্রসার ঘ। টেকসই ব্যবস্থাপনা
উত্তর : ক। পরিবেশ দূষণ।
প্রশ্ন : নিচের প্রশ্নগুলোর উত্তর লিখ। ক। জাতীয় স্মৃতিসৌধের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন কে?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
খ। বাংলাদেশের বিমান বাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : ঢাকায়।
গ। বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?
উত্তর : জয়নুল আবেদীন।
ঘ। ‘তমুদ্দুন মজলিশ’ গঠিত হয় কত সালের কত তারিখে?
উত্তর : ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর।
ঙ। বাংলাকে উর্দু ও ইংরেজির পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি জানান কে?
উত্তর : ধীরেন্দ্রনাথ দত্ত।
চ। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে?
উত্তর : ১৯৪৮ সালের ২ মার্চ।
ছ। মুজিবনগর সরকারের প্রধান উদ্দেশ্য কি ছিল?
উত্তর : মুক্তিযুদ্ধ পরিচালনা ও বাংলাদেশের পক্ষে বিশ্বে জনমত সৃষ্টি করা।
জ। কীসের অভাবে বেরিবেরি রোগ হয়?
ক. ভিটামিন ‘বি-১’
খ. ভিটামিন ‘বি-১২’
গ. ভিটামিন ‘বি-৬’
ঘ. ভিটামিন ‘বি-২’
উত্তর : ক. ভিটামিন ‘বি-১’।
ঝ। প্রাচ্যের ভেনিস কোন জেলার ভৌগলিক উপনাম?
উত্তর : ব্যাংকক।
ঞ। ইউপি আই কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তর : যুক্তরাষ্ট্র।
ট। রয়টার’স কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তর : যুক্তরাজ্য।
ঠ। পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কী?
উত্তর : রয়টার্স।